চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ :- বাংলাদেশের প্রবাসী গানের একটি নতুন ধারা তৈরি করেন বি. রহমান। একটু বেছে গান করেন বিধায় তার গানের সংখ্যা বেশি নয়। বাজারে এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় গান ভিডিও আছে সংগীত শিল্পী বি. রহমান। তার মধ্যে রয়েছে প্রবাসীর সোনা বউ, সপ্ন যাবে বাড়ি, নেশা ছাড়তে বোলনা ইত্যাদি। নতুন একটি গান নির্মান করতে যাচ্ছেন তিনি জানা গেছে মূলত প্রবাসী দের নিয়ে প্রবাসের কষ্ট এবং পরিবারের প্রতিমায়া করুন আকুতি ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করতেছেন। সে জন্য এই গান ভিডিওতে নিজেই মডেল হিসেবে থাকছেন এই গানের নতুন ধারা তবে তিনি প্রবাসী দের নিয়ে আরো একটি গান রচনা করতেছেন ( প্রবাসী সোনা বউ _২) আশা করি একজন প্রবাসী নিজেকে খুঁজে পাবে এই গানে।বি রহমান নিজেই অভিনয় করেছেন সহ শিল্পী তাহের, সাহানাজ ও ভিডিও কনসেপ্ট তার নিজেরই। তিনি বলেন আমার গান আপনারা শুনবেন। লাইক, কমেন্ট,এবং শেয়ার করবেন। এর পর আপনাদের নিয়েই কাজ করতে চাই।সালাম সকল প্রবাসী ভাইদের।