সুমন পাত্র, গোপীবল্লভপুরঃ- শ্রী পাট গোপীবল্লভপুর (গুপ্ত বৃন্দাবন ) ঠাকুর বাড়িতে চলছে বিষ্ণু পঞ্চক আজকে প্রথম দিবস। ভোর ৩টে শ্রী সূবর্ণরেখা নদীতে স্নান, নদী থেকে সংকীত্তন সহযোগে শ্রী মন্দিরে আগমন। তারপর শ্রী মন্দিরে মঙ্গল আরতি দর্শন।

শ্রী পাট গোপীবল্লভপুরে সংকীত্তন শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমা এই পরিক্রমা নিজে মহন্ত মহারাজ উপস্থিত থাকছেন। তবে সরকারি সমস্ত নিয়ম মেনে হচ্ছে এই অনুষ্ঠান।

মন্দির কমিটি পক্ষ থেকে প্রতিদিন মাস্ক ও মিষ্টি দেওয়া হবে পরিক্রমা সময়, আর দুপুরে সবাই কে অন্নপ্রসাদ দেওয়া হবে বিষ্ণু পঞ্চকে অংশ গ্রহণ কারী ভক্তদের। সব ভক্তদের প্যাকেট করে প্রসাদ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।