সানওয়ার হোসেন, মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ সামশেরগঞ্জ কাঞ্চন তলা জে ডি জে ইনস্টিটিউশন। এই স্কুল সব থেকে বড়ো স্কুল। এই স্কুলের ছাত্র ছাত্রী প্রায় ৫০০০ হাজার। স্কুল আছে তবে সেখানে পড়ুয়াদের জন্য শৌচালয় কোন ব্যবস্থা নেই। এছাড়া পানীয় জলের সমস্যা রয়েছে পিছিয়ে পড়ছে স্কুলের পঠন পাঠন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কেউ নিয়মিত ভাবে কেউ স্কুলেই আসছেন না। এই স্কুলের প্রধান শিক্ষক নাই তার জন্যই এই স্কুল নাজেহাল হয়ে রয়েছে । সোমবার ২টার সময় শৌচালয় সমস্যা কথা ও প্রাণী জলের কথা প্রধান শিক্ষককে কাছে বলতে গেলে ছাত্র ছাত্রীকে অফিস ঘর থেকে বের করে দেয। স্কুলের বেশ কিছু জায়গায় নোংরা আবর্জনা ভরে হয়ে রয়েছে পরিষ্কার এর কোন ব্যবস্থা নেই। শৌচালয় গুলো নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে ছাত্র ছাত্রীরা শৌচালয় ব্যবহার করতে পারছেন না। বেশ কিছুক্ষণ ধরে ছাত্র-ছাত্রী বিক্ষোভ চলে। ওই স্কুলের শিক্ষক, রেজাউল করিম ঘটনার পরিস্থিতিতে আনে। যদিও স্কুল কর্তৃপক্ষ কোন মুখ খোলেননি।