নিজস্ব সংবাদদাতা :- বনগাঁয় শিশু গাছের ডাল ভেঙে পড়াতে ভাঙলো দোকান। তাতে ক্ষুব্দ এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ যশোর রোডের পাশে কালুপুর বাজারের একটি চায়ের দোকান। জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে আচমকা দোকানের উপরে শিশু গাছের ডাল ভেঙে পরে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু কিছুদিন আগে একইভাবে ওই এলাকায় ডাল ভেঙ্গে পরে এক ব্যক্তি আহত হয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি ছিল। তারপরও হুঁশ নেই প্রশাসনের। এর জেরে ক্ষুব্দ এলাকার বাসিন্দারা।