সানওয়ার হোসেন, দক্ষিণ ২৪ পরগনার :- দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের রুদ্রনগর নাগেন্দ্র ডি.এড কলেজ ফর গার্লস বৃক্ষ রোপন ও চারা গাছ বিতরনের মধ্যে শিক্ষক দিবস পালন করলেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক অতনু মন্ডল বলেন আজকের দিনটাকে স্মরণীয় করার এবং আমাজনের ভয়াবহ পরিস্তিতি স্মরণ করে এই উদ্যোগ গ্রহণ করেছি।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক সান্তনু মণ্ডল জানান বৃক্ষরোপনের পাশাপাশি আমরা একশোরও বেশি পরিবারের হাতে চারাগাছ তুলে দিতে সক্ষম হয়েছি। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন রাখি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি যাতে বৃক্ষরোপণ ও অরণ্য রক্ষার্থে সচেষ্ট হন।