সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুর বিদ্যাসাগর মডেল স্কুল (সিটি সেন্টার) থেকে ৬২৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করলো মোহক সরকার।পরীক্ষার সময় মোহকের দাদু মারা যায় সেই প্রতিকূল পরিস্তিতিতে পড়াশুনো করে ওর এই সাফল্য সত্যিই অভাবনীয়। বড় হয়ে মোহকের ইচ্ছা ডাক্তার হয়ে মানুষের সেবা করা।গরীব মানুষদের সাহায্য করতে চাই ডাক্তার হয়ে। সে একজন বিশ্বস্ত টিউশন শিক্ষকের কাছে পরে মানুষের মত মানুষ হতে চাই। মোহক জানান, তার শিক্ষক আমাদের শিক্ষা দেওয়ার সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত।বিভিন্ন সময় মানুষের সেবা করা আমার শিক্ষকের কাজ। আমিও পরবর্তীকালে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই অন্যভাবে।মোহকের মা পূর্ণিমা সরকার জানান অনেক অভাবের মধ্যে দিয়ে ছেলেকে পড়িয়েছেন, পরীক্ষার আগের দিন রাতে মোহকের দাদু মরে যাওয়ার ফলে সকলেই ভেঙে পড়ে,মোহকও চরম ভেঙে যায়।এর পরেও এই রেজাল্ট হওয়ায় খুব খুশি।তিনি জানান বিভিন্ন সময় টিউশন টিচার ব্যাপী সামন্ত তাকে সাহার্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই ছেলের এই রেজাল্ট।
মোহক জানাই আমি সাইন্স নিয়ে পড়তে চাইছি।বাবা দুর্গাপুরের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন,মা একজন শিক্ষক।বাবা মা আমাকে সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে দিতেন।আমি পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকি ও গান করতে ভালো বাসী,মাঝে মাঝে খেলতেও। আমি বড়হয়ে মানুষের সেবা করতে চাই।