কলমের দুনিয়া :- হুগলিতে ভগৎ সিং যুব ব্রিগেডের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় ভগৎ সিং- এর ১১৩ তম জন্ম দিবস পালন করা হয় হুগলীর কোন্নগর জোড়া পুকুর। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী ছিলেন ভগৎ সিং।
অনুষ্ঠানে ভগৎ সিং -এর মূর্তিতে মাল্য দান করেন সংগঠনের পক্ষ থেকে বরুণ গুহ, ব্রম্ভামণ্ডল, নিলাসিস বসু সাগর দা বিনা মণ্ডল লক্ষী গুহ ও বর্তমান সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে বক্তব্য রাখেন নিলাসিস বোস, সাগর দা এবং বরুণ গুহ। এদিন সংগঠন থেকে ৫-১০ অবধি ফ্রি কোচিং চালু করার পরিকল্পনা ও বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।