নিজস্ব সংবাদদাতা :- আজ ভগৎ সিং -এর স্বপ্ন সংগঠন এর পক্ষ থেকে শহীদ বীর ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালিত হল। উপস্থিত ছিলেন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা বরুণ গুহ ও ব্রম্ভা মণ্ডল। উপস্থিত ছিলেন প্রসেঞ্জিৎ রায় ও সৌরভ দা ও অপূর্ব ঘোষ। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, আগামী ১৫ আগস্ট স্বাধীনতার দিন কোন্নগর হুগলীর জোড়া পুকুর পাড় ভগত সিং-এর মূর্তির সামনে দুঃস্থ ছাত্র -ছাত্রীদের খাতা, পেন ও বৃক্ষরোপণ এবং বৃক্ষদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।