সংবাদদাতা, বারাসাত :- গাছই পরিচয় বয়ে আনবে শহিদদের । ২৬ বছর আগে, ১৯৯৩ সালে , পুলিশের গুলিতে শহিদ হওয়া ১৩ কংগ্রেস কর্মীর কথা মানুষের স্মৃতিতে অমলিন রাখতে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের অন্য মাত্রার উদ্যোগ । সেদিনের কংগ্রেসের কর্মসূচীর ফলে মৃত্যুকে এখন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করছে , এই অভিযোগ তুললেও দিনটিকে স্মরণ করতে কাজের কাজ করে না অধিকাংশ ক্ষেত্রেই অন্য রাজনৈতিক দলগুলি । উল্লেখযোগ্য ভাবে ,একুশে জুলাইয়ের দিন সকালে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস শহিদ স্মরণের পাশাপাশি প্রকৃতি প্রেম ও সচেতনতার নিদর্শন রাখলো বৃক্ষরোপণ করে বারাসাত হাসপাতালে। কংগ্রেস নেতা আবু হেনা জানালেন , বারাসাত হাসপাতালে যে চারা গাছ গুলি রোপণ করা হল তাদের মাধ্যমে মানুষ জানবে দিনটিকে । ১৩ জন শহিদের নামে আলাদা আলাদা ১৩ টি চারা গাছ মহীরুহ হয়ে মানুষকে জানান দেবে কংগ্রেসের জন্য তাঁদের আত্মোৎসর্গ । ১৩ জন শহীদের নামও মনে রাখবে , জানালেন আবু হেনা ।