অলোক আচার্য, নিউ বারাকপুর :- নিষিদ্ধ শব্দ বাজি সহ এক যুবক কে গ্রেপ্তার করল নিউ বারাকপুর থানার পুলিশ। নিউ বারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরা জানান, ২৫ কেজি শব্দ বাজি সহ চাঁদপুর লেনিনগড় দক্ষিন যোগেন্দ্রনগরের এক
যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সুজিত বর(২৬)। বাবা শান্তি রজ্ঞন বর। গত মঙ্গলবার বাজি সমেত গ্রেপ্তার করা হয়েছে সুজিত বর ওরফে জোতুকে। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ত্র্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ হেফাজতে রাখা হয়েছে আসামীকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে প্রতিটি থানায় দূষণ নিয়ন্ত্রনে শব্দ বাজি বিক্রয় নিষিদ্ধ ছিল। নিউ বারাকপুর থানার পুলিশ কালিপুজোর আগে এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে শব্দ বাজি সহ এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে এবছর নিউ বারাকপুরে ১৩টি কালিপুজোর পুলিশের অনুমোদন পেয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও বিসর্জনে শোভাযাত্রায় নজরদারি চালাবে।