সনাতন গরাই,পশ্চিম বর্ধমান:- দুর্গাপুরের কাঁকসার ধোবাঘাটায় গতকাল চব্বিশপ্রহরের ধুলোটে আবির মাখানকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ। গত রবিবার থেকে চব্বিশপ্রহর চলছিল গত বুধবার ছিল ধুলোট।বুধবার বিকালে ধুলোটের শোভাযাত্রা চলছিল তখন আবির মাখানো নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়ে যায় তীব্র সংঘর্ষ।আক্রান্ত হয় একাধিক। বিজেপির একজন কর্মী জানান,তৃণমূলের লোকেরা হটাৎ চড়াও হয় ও মেয়েদের হাত ধরে টানা শুরু করে।
অন্যদিকে তৃণমূলের একজন কর্মী সমর্থক জানান আবির মাখাতে গেলে আমাদের কর্মীরের মাথা ফাটিয়ে দেয় বিজেপির লোকেরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কাঁকসার বিশাল পুলিশ বাহিনী আসে।গোটা এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।