প্রবীর মন্ডল ও সনাতন গরাই,পূর্ব বর্ধমান :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের বীরহাটার কাছে উৎসব ময়দানে জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।ক্যামরির মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল এবং প্রচুর মানুষ সমবেত হয়েছিল এখানে অমিত শাহকে দেখার জন্য। এখান থেকে গাড়িতে দুই নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে উৎসব ময়দানে মূলমঞ্চে পৌঁছান। সেখানে প্রচুর মানুষ সমবেত হয়েছিল। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস.এস.আলুওয়ালিয়া। এই উৎসব ময়দানে দুটি মঞ্চ করা হয় একটি জেলার সভাপতিরা সহ আরও বিভিন্ন অধিকারী রা এবং মূলমঞ্চে অমিত শাহ সব বিশিষ্ট অধিকারীরা মঞ্চে উপস্থিত ছিলেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস.এস.আলুওয়ালিয়া কি বলছে শুনুন-