সংবাদদাতা, বারাসাত :- পুকুর না রাস্তা বলা মুশকিল । প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় নীলগঞ্জের প্রায় ৭০ টি গ্রামের বাসিন্দাদের । সকাল থেকে নীলগঞ্জ রোড অবরোধ।
দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ার কারণে ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ করল বারাসাত ব্যারাকপুর এবং কৃষ্ণনগর রোডের সংযোগকারী রাস্তা। কয়েক হাজার গ্রামবাসী নীলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী ।প্রশাসন থেকে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা হলেও ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ তুলতে নারাজ। তাদের বক্তব্য যতক্ষণ না রাস্তার কাজের ব্যাপারে প্রশাসন থেকে পূর্ণ আশ্বাস দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চলবে রাস্তা অবরোধ।