সৌগত মন্ডল, বীরভূম :- সকলেই জানি বন্ধন একটি ব্যাঙ্ক। এদিন এইচ ডি এফ সি ব্যাঙ্কের সহযোগীতায় ও কোন্ননগর বন্ধন পরিচালনায় বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম ব্লকের কমিনিটি হলে অনুষ্ঠিত হল বন্ধন স্বাস্থ্য অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূল উপদেষ্টা ডাঃ উত্তম কুমার ঘোষ, বি এম ও এইচ অভিজিৎ রায়চৌধুরী, সি এম ও এইচ ত্রিদিব মুস্তাফি ও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ। মাড়গ্রাম ব্লকের অধিনস্ত সকল গ্রামপঞ্চায়েতের প্রায় ৩০০ ও বেশী আশাকর্মী উপস্থিত ছিলেন, মূলত স্বাস্থ্য আধিকারিকেরা স্বাস্থ্য ও পুষ্টি সমন্ধে তাদেরকে নানান ভাবে বোঝান ও তাদের গ্রামে গ্রামে পুষ্টি সচেতনতা শিবির করার আয়োজন করতে বলেন।