নিজস্ব সংবাদদাতা, বারাসাত :- সোমবার রাতে মধ্যমগ্রাম তৃণমূল কার্যালয়ে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। হামলায় জখম দুই তৃণমূল কর্মী ৷ তাদের নাম বিনোদ সিং ও দীপক বোস। রক্তাক্ত অবস্থায় দীপক ও বিনোদকে যশোর রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন তারা। তৃনমুলের অভিযোগ, বিরোধীরাই হামলা চালিয়েছে। জানা গিয়েছে, এদিন রাতে এলাকার দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বসেছিলেন তৃণমূলের যুব সম্পাদক বিনোদ সিং৷ তখনই বিনোদকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি বিনোদদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। তারপর দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে পালিয়ে যায়। সেই বোমার আঘাতে জখম হন বিনোদ ও দীপক৷ গুরুতর রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই ঘটনায় বিজেপির বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন কান্ড ঘটেছে। সম্প্রতি মধ্যমগ্রাম জোড়া খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল বিনোদের। তার বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। কি কারনে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।