সংবাদদাতা, ব্যারাকপুর :- ভাটপাড়ার আর্য সমাজ রোড বারুইপাড়ায় এলাকায় দুষ্কৃতীদের ধরতে গেলে, দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোম ছোড়ে। পুলিশের সঙ্গে দুষ্কৃতীকারীদের খন্ডযুদ্ধ। বোমে স্প্লিটারে আহত এএসআই সহ এলাকার বেশকিছু মানুষ। জানা গিয়েছে, ভাটপাড়ার আর্য সমাজ এলাকার বারুইপাড়ায় মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় যে ওই এলাকায় দুষ্কৃতিরা রয়েছে সেখানে দুষ্কৃতীকারী ধরতে গেলে দুষ্কৃতীকারীরা পুলিশকে লক্ষ্য করে বোম ছোড়ে। এরপরই পুলিশের সাথে দুষ্কৃতীকারীদের খন্ড যুদ্ধ বেধে যায়। পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায় এমনটাই অভিযোগ এলাকাবাসীর। দুষ্কৃতীকারীদের ছোড়া বোমে এলাকার বেশকিছু মানুষ ও পুলিশের এক এ এস আই দেব দীপ মুখার্জির হাতে বোমের স্প্লিটারে লাগে তাকে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আর যে সমস্ত স্থানীয় যুবকের পায়ের বা মাথায় বোম লাগে তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আজ সকাল থেকে এলাকা মোটামুটি শান্তই রয়েছে।