চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- পিরোজপুর জেলা মঠবারিয়া উপজেলা মিরুখালী ইউনিয়ন এর বড়শৌলা গ্রামের মোঃ ছালাম (৪৫) নামে এক দোকান দারের আজ রাতের আধারে তালা ভেঙ্গে লুটপাট করে বিশ হাজার টাকা মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।তিনি বলেন নগদ টাকা ছিলো ৫০০০ হাজার ও ১৫০০০ হাজার টাকার মালামাল নিয়ে যায় দূর্দষ ডাকাত চক্র। ওই দোকানে আশা ব্যাংকের অনেক ( ডি পি এস) লোন বই ও সাধারণ জনগনের জমির মূল্যবান কাগজ পএদি ছিলো তা নিয়ে যায় ডাকাত চক্র। মোঃ ছালাম হাওলাদার বলেন রাত ১১টায় সময় দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে কিছু লোক রাস্তায় গুরতে দেখে যায়।তিনি সন্দেহ করে গ্রাম আইনের রক্ষক চকিদারও দফাদার, চেয়ারম্যান ও মেম্বার এর কাছে জানান।তারা বলেন যে এদের কে ধরে আইনের আওতায় আনা হবে,।তিনি বলেন থানায় একটা জিডি করবেন।