সনাতন গরাই, দুর্গাপুর :- আর মাত্র হাতে গোনা ৮ দিন পর বিশ্বকর্মা পূজা। তার জন্য ব্যস্ত মৃৎশিল্পীরা ঠাকুর গড়ার কাজে। কিন্তু সোমবার সকালে আড়ার মৃৎশিল্পীদের চোখ কপালে উঠে গেলো। কারণ রাতের অন্ধকারে প্রায় ৩৩টি বিশ্বকর্মা দুষ্কৃতীরা ভেঙে চলে গেছে। দুইজন প্রতিমা শিল্পী দুই ভাই গৌতম পণ্ডিত এবং চন্দন পন্ডিত যারা এই কাজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। একজন শিল্পী চন্দন পন্ডিত জানান, আমরা প্রায় ১০০টা বিশ্বকর্মা মূর্তি গড়েছিলাম সেই প্রতিমার রং রবিবার করা হয়েছিল। কিন্তু সোমবার সকালে দোকানে আসতেই দেখি প্রায় ৩৩টি মূর্তি ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। যারা আমাদের কাছে ঠাকুর করার টাকা দিয়েছিল তাদের কি করে এতগুলো ঠাকুর দেবো। মোটা অংকের টাকা খরচ ও হয়েছে। শিল্পীরা জানান, আমরা অন্যের কাছে ঠাকুর কিনে দেওয়ার চেষ্টা করবো। আমরা এই বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। এই কাজ গুলো স্থানীয় কোনো লোক করেছে বলে জানান।