নিজস্ব সংবাদদাতা :- আজ বাংলার নবজাগরণের প্রথম ও প্রধান নায়ক কীর্তিমান পুরুষ রাজা রামমোহন রায়ের ১৮৭ তম প্রয়াণ দিবস। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিজেপি হালিশহর মন্ডল ৩ নম্বর ওয়ার্ডের দলীয় অফিসে রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস পালন করা হয়। সেই সাথে শহীদ ভগৎ সিংহের জন্মদিন উপলক্ষে কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজেপি হালিশহর মন্ডলের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রমুখ নির্মল চন্দ্র দে ( লালু )।
নির্মল বাবু তার সংক্ষিপ্ত বক্তব্যে সমাজ জীবনে ও দেশ গঠনে রামমোহন রায় ও ভগৎ সিংহের অবদান সবার সামনে তুলে ধরেন। এবং কেনো এদের নিয়ে আমাদের আরো বেশি বেশি করে অনুষ্ঠান করা উচিৎ তাও তুলে ধরেন । এছাড়াও উপস্থিত ছিলেন সুরজিৎ শর্মা অভিজিৎ রায়, বিশ্বজিৎ ধর শঙ্কর দে মিতালি দে, অনিমেষ সরকার, প্রতাপ অধিকারী সহ অন্যান্য নেতা ও কর্মীরা । অনুষ্ঠানে শিশু ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।