নিজস্ব সংবাদদাতা :- মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা। ধৃত মহিলার নাম পিংকি পানছি (২৫)। সে থাকত শিয়ালদা প্লাটফর্মে। জানা গিয়েছে, হাবড়া জয়গাছি থেকে গতকাল রাত তিনটের সময় থানায় ফোন আসে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছে।পাড়া-প্রতিবেশী কাছ থেকে জানা যায় , ঘরের দরজা খোলা পেয়ে মহিলা ও বাচ্চাটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। টেবিলের উপরে থাকা মোবাইলটি নিতে গিয়ে ঘরের মধ্যে থাকা ভদ্রমহিলা হাতে ধরা পড়ে পিংকি পানছি। পরে হাবড়া থানা ফোন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।