নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মদিন উপলক্ষে সর্বভারতীয় ক্ষেত্রে যে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। তার অঙ্গ হিসেবে হালিশহর ৩ নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযানে বৃক্ষরোপণ করা হল বিজেপি হালিশহর মন্ডলের তরফ থেকে । এছাড়াও জল সংরক্ষণ , পরিবেশ সচেতনতা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতা অভিযানও করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডলের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দে , বিশ্বজিৎ ধর , অভিজিৎ রায় , প্রতাপ অধিকারী , মিতালি দে , প্রাণ গোপাল আচার্য্য , শঙ্কর দে দীপা দাস তিলু দত্ত শম্ভু দত্ত সহ ৩ নম্বর ওয়ার্ডের সব বিজেপি নেতা ও কর্মীরা । অনুষ্ঠান উপলক্ষে এলাকায় বিরাট উন্মাদনা দেখা যায় ।