নিজস্ব সংবাদদাতা, খড়দহ :- মোটর বাইকে করে দেশ ভ্রমণের নেশা, সেই ভ্রমণই প্রাণ কেড়ে নিলো এক ইঞ্জিনিযারিং মেধাবী ছাত্রের। পরিবারের দাবিতে মৃত্যুর কারন জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত ছাত্রের নাম সৌরভ সাহা (২৩)। তার দেশ ভ্রমণ করা নেশা। সুযোগ পেলেই তিনি বন্ধুদের সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়েন। সেই ভ্রমণই যে প্রাণ কেড়ে নেবে তা কেউ চিন্তা করতে পারেনি। গত বৃহস্পতিবার কাশ্মীর ভ্রমনের জন্য তিন বন্ধু ৩ টি বাইক নিয়ে বের হয়। শনিবার রাতে নোয়ডার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সৌরভের। সে খড়দহ পতুলিয়া বাজার এলাকার বাসিন্দা । বাবা মায়ের একমাত্র ছেলে সৌরভ। বাবা সুভাষ সাহার পাতুলিয়ার হার্ডওয়ারের ব্যবসা। মা পাপিয়া গৃহবধূ । পাতুলিয়া পঞ্চায়েতের উপ পুরপ্রধান কিশোর বৈশ্য জানান, গত ১০ তারিখে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সৌরভ তার তিন বন্ধুর সঙ্গে । শনিবার রাতে সৌরভদের হরিয়ানার নয়ডা হয়ে দিল্লি যাবার কথা ছিল। কিন্তু নয়ডার কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সৌরভের। মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা। ডিভাইডারে ধাক্কা না কোনো গাড়ি ধাক্কায় মৃত্যু। তা পরিষ্কার নয়। ওর মৃত্যুতে তীব্র শোকের ছায়া নেমে এসেছে ওর বন্ধু মহলে। শোকে পাথর হয়ে গেছেন ওর বাবা মা আত্মীয় পরিজনেরা। রবিবার রাতে ওঁর মৃতদেহ ময়াতদন্তের পর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। বিমানে করে মৃতদেহটি নিয়ে আসা হয়। শেষকৃত্য সম্পন্নের জন্য। সৌরভের মৃত্যুর কারন জানতে পুলিশ তদন্ত শুরু করেছে । কোনো গাড়ির ধাক্কায় ওর মৃত্যু হযেছে কিনা, সৌরভ নিযন্ত্রন হারিয়ে ডিভাইডার বা পোস্টে ধাক্কা মারেন আর সেই কারনে তাঁর মৃত্যু হল কিনা তা খতিযে দেখছে পুলিশ।