কলমের দুনিয়া, বাগদা :- বাগদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। মেলা কমিটির অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের কারনে জল জ্যান্ত এক ব্যক্তির প্রাণ কেড়ে নিল। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের ফলে এই ঘটনা। ঝুলন কমিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের। উত্তর ২৪ পরগনার বাগদা রনঘাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরা গ্রামের বাসিন্দা মনোরঞ্জন বিশ্বাস শুক্রবার বাগদা ঝুলন মাঠের পাশে বাচ্চু তরফদারের বাড়িতে ঘর সারাইয়ের কাজ করতে যান। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মনোরঞ্জন বিশ্বাসের। পরিবারের অভিযোগ, ঝুলন মেলা কমিটির অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়েছিল মেলাতে। সেই বিদ্যুতের তারে কোনো ত্রুটির বা ফল্টের ফলে পুরো ঘর বিদ্যুৎ হয়ে যায়। ঘরে টানা দেওয়া একটি জিআই তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মনোরঞ্জন বিশ্বাসের। পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় ঝুলন কমিটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।