সংবাদদাতা, বারাসাত :- মুরগির পোল্টি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় একব্যক্তির । এলাকায় শোকের ছায়া। ঘটনাটি গোবড়ডাঙ্গা রঘুনাথপুর এলাকার। পরিবার সুত্রে জানা গেছে। অনুপ হাওলাদার ৩৮ রবিবার দুপুরে বাড়িতে মুরগির পোল্টি পরিস্কার করছিল সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পরে চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে। পরিবার সুত্রে জানা গেছে মৃত যুবক বিবাহিত একটি ছোট মেয়ে রয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।