সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের অন্যতম পূজা মণ্ডপ সেন্টোস ক্লাব। প্রত্যেক বছরের মত এই বছর ও নতুন মণ্ডপ নিয়ে হাজির মুচিপাড়া সেন্টোস ক্লাব। দর্শনার্থীদের মনে অন্য অন্য অনুভূতি সৃষ্টি হবে এই মণ্ডপ দেখে। কুলটির দক্ষ শিল্পীদের অসাধারণ কারুকায্য মানুষের মনে এক অন্য জায়গা করে নেবে। মণ্ডপে থাকছে স্বপ্ন উড়ানের বিভিন্ন মডেল। মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে।

পূজা কমিটি জানান এই বছর আমাদের মণ্ডপ ৪৯তম বর্ষে পদার্পন করতে চলেছে। সময়ের সাথে তাল মিলিয়ে এক অন্য চিন্তাভাবনা দর্শনার্থীদের মনে এক অন্য জায়গা করে নেবে বলে আশা করেন পূজা কমিটি। স্বপ্ন উড়ান অর্থাৎ স্বপ্নের দেশে প্রবেশ। দর্শনার্থীরা যখন মণ্ডপের ভেতর প্রবেশ করবে তখন তারা স্বপ্নের দেশে চলে যাবে।এই বছরের বাজেট ১২লক্ষ টাকা। আমাদের আসা প্রত্যেক বছরের মত এই বছরও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে।