সনাতন গরাই, দুর্গাপুর :- লাওদোহার সরপির ভগৎ পরিবারের লোকজন মায়াপুর বেড়াতে যায়। সেখানে গিয়ে গঙ্গায় স্নানে নামে ভগৎ পরিবারের সদস্যরা। স্নান সেরে সকলেই উঠে এলেও সোনু ভগৎ(১১) জলে তলিয়ে যাচ্ছে দেখে দাদা বিপিন ভগৎ(১৫) জলে ঝাঁপ দেয়। এরপর দুজন ই গঙ্গায় তলিয়ে যায় বলে জানা যায়। সোনু ভগৎ অষ্টম শ্রেণীর ছাত্র এবং বিপিন ভগৎ দশম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।ওখানকার লোকজন তৎক্ষণাৎ গঙ্গায় নেমে খোঁজাখুঁজি করলেও খোঁজ না পাওয়ায় তারা মায়াপুর পুলিশকে বিষয়টি জানায়।
মায়াপুর পুলিশ তৎক্ষণাৎ গঙ্গায় ডুবুরি নামিয়ে দুই কিশোরের খোঁজ শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যা পযন্ত কোনো খোঁজ মেলেনি বলে জানা যায়।মর্মান্তিক মৃত্যুর খবর লাওদোহার সরপি গ্রামে আসতেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া।