সৌগত মন্ডল, বীরভূম :- সারা দেশ- রাজ্য জুড়ে জেলায় জেলায় সর্বত্রই আজ সকাল থেকে সারম্বরে পালিত হয় স্বাধীনতা দিবস। তেমনি সারম্বরে স্বাধীনতা দিবস পালিত হওয়ার চিত্র দেখা গেলো বীরভূমের রামপুরহাট ২ নং ব্লকের মাড়গ্রামে। এদিন সকাল ৭ ঘটিকায় ব্লক ও থানার সন্নিকটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁসন বিধানসভার বিধায়ক মিলটন রসিদ ও তারাপীঠের শ্রী শ্রী হংসনান্দ মহারাজ , মাড়গ্রাম থানার বড়োবাবু ও সকল মানব কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা। পতাকা উত্তোলনের পর ভারতবাসীর শুভকামনার্থে গীতা ও কোরান পাঠ করেন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মানব কল্যাণ সমিতির সদস্যরা। হাঁসনের বিধায়ক মিলটন রসিদ জানান, ” এই অনুষ্ঠান বিগত ২৫ ধরে করে আসছি। সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলচ্ছে স্থানীয় ছাত্র- ছাত্রীদের নিয়ে। সর্বশেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কৃতী সংবর্ধনা দেওয়া হবে “।