
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবারঃ- দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ২নং ব্লকের মাথুর গ্ৰাম পঞ্চায়েতের গোয়ানারা গোবিন্দপুর নবারুণ সংঘ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির দুর্গা পূজা সপ্তম বর্ষে পরল, এবারের থিম হয়েছিল দুয়ারে দুর্গা। এই মন্ডপে দূর্গা ঠাকুরকে বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে।

শুক্রবার পঞ্চমীর পূর্ণতিথিতে গোয়ানারা গোবিন্দপুর নগারুন সংঘ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির দূর্গা পূজা মন্ডপ সহ মাথুর অঞ্চলের একাধিক দুর্গাপূজার উদ্বোধন হয়।

উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২নং ব্লকের সভাপতি অরুময়, ডায়মন্ড হারবার ২নং ব্লকের যুব নেতা তথা সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা, ২নং ব্লকের শমীক সংগঠনের সভাপতি হাসিবুল ইসলাম, মইদুল ইসলাম মোল্লা, বিমলেন্দু বৈদ্য সহ অন্যান্যরা।
এছাড়াও এইদিন শতাধিক দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। গোয়ানারা গোবিন্দুপুর নবারুণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির দুর্গা পূজা মন্ডপের উদ্বোধন অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিল। এই মন্ডপে দুয়ারে দুর্গা থিম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারের আয়োজন করা হয়েছে।