নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর :- ভোটের ফলাফলের পর নৈহাটি বিধানসভার মাঝিপাড়া-পলাশী গ্রাম পঞ্চায়েতের সারদা পল্লীর এক জঞ্জল থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করল বীজপুর থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ তৎপরতায় উদ্ধার হল প্রচুর তাজা বোমা। কাঁচরাপাড়া সারদা পল্লী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা কারা মজুত রেখেছে কি কারণে মজুত রেখেছে তদন্ত করছে বীজপুর থানার পুলিশ। মোট ১৭টি বোমা উদ্ধার হয়।
অন্যদিকে আজ সকালে ভাটপাড়া পুরসভার ৩৪ নং ওয়ার্ডে মনসা কলোনি এলাকায় তৃণমূলের কার্যালয়ের সামনে বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। এছাড়া পাশের একটি পুকুরেও বোমা পড়ে থাকতে দেখা যায় । জগদ্দল থানার পুলিশ এসে মোট চারটি বোমা উদ্ধার করে ।