সমীর দাস, কলকাতা :- সরষে দানার উপর বিশ্বের মানচিত্র, চালের উপর দেড়শো টি জাতীয় পতাকা অঙ্কন, ধানের শীষে কারগিল যুদ্ধের চিত্র, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলা অঙ্কন। এইরকমই ২০০ টিরও বেশি বিষয়ে মাইক্রো আর্টের প্রতিভা সম্বলিত রমেশ শাহ তাক লাগিয়েছেন বহু গুনমুগ্ধ দের। বিশ্ব রেকর্ড করেছেন পাঁচটি বিষয়। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলগ্না দেব মিশ্র। হিন্দিভাষী এই শিল্পীর বাংলা অন্তপ্রান। তিনি বিশ্বাস করেন বাংলায় প্রতিভার দাম দেয়া হয়। তাই তিনি কলকাতা প্রেসক্লাবে এই আয়োজন করেন। শিল্পে কাজকর্মে মনোযোগ দিতে গিয়ে উপার্জনের কথা ভাবেননি কোনদিন। অর্থনৈতিক প্রতিবন্ধকতা গ্রাস করছে তার শিল্প নৈপুণ্যতাকে। তাই তিনি সরকারি দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, কিছু সহযোগীতার জন্য। আগামীতে তিনি আশাবাদী এ বিষয়ে মিলবে সুরাহা।
Home Latest News অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্ব রেকর্ড জয়ী মাইক্রো আর্ট...