সনাতন গরাই, দুর্গাপুর:- দুর্গাপুর জুড়ে মাফিয়াদের দাপট।দামোদর ও আজয়ঘাটে অত্যাধিক বালিমাফিয়াদের দাদাগিরি যার ফলে নদীর গর্ভ ফাঁকা হয়ে যাচ্ছে। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। কোনো কাগগপত্র ছাড়াই অবৈধ ভাবে দিনের পর দিন অবৈধভাবে বালি প্রচার করে চলেছে।সোমবার অবৈধ ওভারলোডিং গাড়ি আটক করলো দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে। তিনি জানান ক্রমশ বেআইনি ভাবে মাফিয়াদের প্রবল দাদাগিরি শুরু হয়েছে।আজ বড়ধরণের দূর্ঘটনা ঘটতে পারতো দুর্গাপুরে। ডিভিসি মোড়ের কাছে একটি ওভারলোডিং গাড়ির ডালা ভেঙে বালি পড়তে থাকে।বৈধ কাগজ না থাকায় লরির চালক ও খালাসি ওখান থেকে পালায়।পরে প্রশাসন বালির গাড়িটি আটক করে।

পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমাশাসক অনির্বান কোলে।তিনি জানান অবৈধভাবে এই গাড়িটি দামোদর ঘাট থেকে বালি নিয়ে যাচ্ছিল।গাড়িটির কোনো কাগজপত্র নেই। গাড়ির চালক ও খালাসি সুযোগ বুঝে পালাই। গাড়িটিকে প্রশাসনকে জানানো হয়েছে আরো বেশি নজরদারি বাড়ানোর জন্য।