সনাতন গরাই, দুর্গাপুর :- অনেক দিন পরে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ব্লকে রক্তদান শিবির অনুষ্ঠিত করলো মহকুমা ব্লাডব্যাংকের দল ।
মারোয়ারী যুব মঞ্চ’র ব্যবস্থাপনায় পান্ডবেশ্বর ধর্মশালা প্রাঙ্গনে আয়োজিত শিবিরে ১জন মহিলা মোট ১৯জন রক্তদান করেছেন।
রক্তদাতাদের মধ্যে এই প্রথম রক্তদান করলেন ১৪ জন।এদের গড় বয়েস ছিল ১৮ – ৩২। বেশীর মানুষ ছিলেন অবঙ্গভাষী। ক্যাম্প সফল করতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক মেডিকেল টীম ও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবক বন্ধুদের অনবদ্য ভূমিকা ছিল।