সানওয়ার হোসেন, দক্ষিণ ২৪ পরগণা :- প্রতি বছরের ন্যায় এ বছরও দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দিরবাজারের রামজীবনপুর স্বর্ণশিল্ড ফুটবল ময়দানে জনকল্যাণ সংঘের পরিচালনায় শুরু হলো বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই খেলা সাত দফায় অর্থাৎ পয়লা ডিসেম্বরে সমাপ্তি ঘটবে। খেলার প্রথম পুরস্কার ট্রফিসহ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফিসহ ৩০ হাজার টাকা।

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মন্দিরবাজার বিধায়ক জয়দেব হালদার ও মন্দিরবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় দে। এলাকার বহু বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে দীর্ঘ প্রতীক্ষার এই খেলার উদ্বোধনীতে এই স্বর্ণশিল্ড ফুটবল ময়দানে বহু দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ফুটবল প্রেমী মানুষদের উপস্থিতি।

জনকল্যাণ সংঘের কোষাধক্ষ্য সুপ্রভাত পুর্কাইত বলেন ১১ তম বর্ষে পদার্পণ করল আমাদের এই ফুটবল প্রতিযোগিতা। তিনি আরো বলেন, বর্তমানে নানান কারণে এই আকর্ষণীয় খেলা বিলীন হতে চলেছে, আমরা চাই এটাকে উজ্জীবিত করতে এবং এলাকার সম্প্রীতি বজায় রাখারও এটি একটি পদক্ষেপ বলে মনে করি আমরা।