সংবাদদাতা, মধ্যমগ্রাম :- দলবল নিয়ে এলাকা দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ছুরিকাহত এলাকার তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ড কৃষ্ণপল্লীতে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে সুমন অধিকারী ও তার দলবল।এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত সুমন আজ সন্ধ্যায় দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় তৃণমূল যুব সভাপতি মানিক বিশ্বাসের বাড়িতে। তার বাড়িতে এসে গালিগালাজের পাশাপাশি মানিক বিশ্বাসকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। সেসময় বাধা দেন পল্টু বিশ্বাস।অভিযোগ,ঠেকাতে গিয়ে চোখে আঘাত লাগে পল্টু বাবুর। বারাসাত হাসপাতালে পল্টু বিশ্বাস কে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যমগ্রাম থানায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।