নিজস্ব সংবাদদাতা :- নিজের বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক যুবকের কপালে জুটল মারধর। রাজারহাট থানায় অভিযোগের পর অভিযোগের ভিত্তিতে তিন জন কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজারহাট থানা এলাকার ভাতেন্ডারে। সেখানকার বাসিন্দা সুজিত সাউয়ের অভিযোগ, তার বাড়ির পাশে বেশ কিছু যুবক বক্স বাজিয়ে মদ, গাঁজা খাচ্ছিল গতকাল রাতে। সকাল বেলায় মেয়েকে নিয়ে স্কুলে যায় এবং স্কুলে মেয়েকে দিয়ে ফেরার সময় সুজিত সাউ এর রাস্তা আটকে দেয় সেই যুবকেরা। তখন সুজিত সাউ বলে এখানে মদ গাঁজা খাওয়ার জায়গা না।এই কথা বলার পর তাকে মারধর শুরু করে বলে অভিযোগ। এদের মধ্যে দুজন বাইরের ছেলে ও একজন পাশের বাড়ির। এরপর আজ সকালে রাজারহাট থানায় অভিযোগ করতে গেলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে অভিযোগ নেই এবং ৩ জন কে আটক করে পুলিশ। আটকরা গোটা ঘটনার কথা অস্বীকার করে। আটক যুবকের বাড়ির লোক অরিন্দম গাঙ্গুলি।