চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- ঈদকে সামনে রেখে পিরোজপুর জেলার মঠবারিয়া উপজেলা মিরুখালী বাজারে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। উপজেলার বিভিন্ন স্থানে ধীরে ধীরে পশুর হাট সরগরম হচ্ছে। কোরবানীর পশু কেনার জন্য ক্রেতাদের আগমন ঘটছে মঠবারিয়া পশুর হাটগুলোতে। উপজেলার বিভিন্ন পশুরহাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত হয়ে আছে পুরো বাজার। হাটে পশুর আমদানি বেশ ভালোই চলছে। বিভিন্ন স্থান থেকে আসছেন ক্রেতারা।

বিভিন্ন জায়গায় থেকে আসা বিক্রেতারা জানিয়েছেন, মঠবারিয়া উপজেলার গরুর হাটগুলো অনেক বড়। এখানে কোনো দালালের সমস্যা নেই। দালালের চক্রান্তে ডরতে হয়না। কোনো ছিনতাইকারীও নেই।ভালোভাবে গরু- ছাগল ক্রয়-বিক্রয় করতেছে ক্রেতা -বিক্রেতারা। তবে জায়গায় সংকুলান না হওয়ায় আশেপাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ক্রয়-বিক্রয় চলছে।

মঠবারিয়া থানার ভারপ্রাপ্ত ওসি বলেন, গরুর বাজারে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে এবং কেউ যাতে দালালের খপ্পরে না পড়ে, সে ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। জাল টাকা রোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।