চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- পিরোজপুর জেলা মঠবারিয়া উপজেলা পৌর শহর এক কলেজ ছাএীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষন করে ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার প্রেমিক কলেজ ছাএ আবদুল আল মুবিন (১৯) কে গ্রেফতার করেছে পিরোজপুর জেলার ডিবি পুলিশ। শুক্রবার সকালে পিরোজপুর জেলার ডিবি পুলিশের একটি দল খুলনা থেকে মুবিন কে আটক করে মঠবারিয়া থানার সৌর্পদ করা হয়। শুক্রবার আবদুল্লা আল মুবিন সহ ৭ জন কে আসামি করে নারী ও শিশু এর তথ্য প্রযুক্তি আইনের মামলা করেছে। তবে উপজেলা থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানান যে আসামীদের সকল কে আটক করে আইনের আওতায় আনা হবে। এদের গুরুতর শাস্তি দেওয়া হবে আইনের আওতায় এনে সকল কে আটক করার প্রস্তুতি চলছে।