বাইজিদ মন্ডল, মগরাহাটঃ- মগরাহাটে সমগ্র এলাকায় বৈদ্যুতিক কাজ সম্পন্ন করার জন্য সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সংখ্যালঘু মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, মগরাহাট পশ্চিম ব্লক এর অন্তর্ভুক্ত সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, মগরাহাট ১ নং পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক, মগরাহাট ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, সহকারী সভাপতি মানবেন্দ্র মন্ডল , জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা মহাশয়, জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত ও বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আধিকারিকগণের উপস্থিতিতে সমগ্র এলাকায় বৈদ্যুতায়নের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য জরুরি ভিত্তিতে আলোচনা সভা করেন।
সভার আলোচনায় আগামী এক মাসের মধ্যে সমস্ত বকেয়া কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।