Advertisement

সুমন পাত্র, ঝাড়গ্রামঃ- মকর সংক্রান্তি উপলক্ষে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন মেলার সূচনা হয়। যার মধ্যে অন্যতম হ’ল টুসু গানের প্রতিযোগিতা। বেলপাহাড়ী থানার অন্তর্গত ডোমগড় গ্রামে অনুষ্ঠিত হয় টুসু গানের প্রতিযোগিতা।
বেলপাহাড়ী থানা এলাকার বাঁশকেটা, সরিষাবাশা ও ডোমগড় গ্রামগুলোর সহযোগিতায় ডোমগড় মাঠে অনুষ্ঠিত হলো টুসুমেলা। মেলায় প্রচুর জন সমাগম চোখে পরল।

নতুন প্রজন্মের ঢল ও দেখা গেছে এই মেলায়। প্রতিযোগিতার দৌড়ে টুসু গান অনেকটাই ব্যাক ডেটেড কালচার মনে হলেও । মানুষের মনে সংস্কৃতিক শিকড় রয়ে গিয়েছে তার প্রমাণ আবার পাওয়া গেলো দেখতে আসা নতুন প্রজন্মের ঢল। উদ্যোক্তার মতে ১৯৬২ হয়ে আসছে এই মেলা। তবে এইবার করোনা বিধির জন্য জন সমাগম কিছুটা কম ও প্রতিযোগী টিমের সংখ্যাও কম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসে পাশে অঞ্চল থেকে টুসু গানের টিম আসে। এই প্রতিযোগিতার পুরস্কার ছিলো প্রথম – ৪০০১, দ্বিতীয় – ৩০০১ ও তৃতীয় – ২০০১ টাকা।

মেলাটি ডোমগড় গ্রামে টুসু গানের প্রতিযোগিতার পাশাপাশি নির্দিষ্ট স্থানে মোরগ লড়াই ও বাচ্চা ছেলে মেয়েদের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =