নিজস্ব সংবাদদাতা, বসিরহাট :- বসিরহাট ভ্যাবলা রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এক ভবঘুরের অস্বাভাবিক মৃত্যু। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ বসিরহাট ভ্যাবলা রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় আনুমানিক বছর পঁয়তাল্লিশের এক ভবঘুরের। কাউন্টারের সামনে জনসমক্ষে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় হকার ও রেল যাত্রীদেরমধ্যে। স্থানীয় হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দু’দিন ধরে ভ্যাবলা স্টেশনের উপর ওই ভবঘুরেকে দেখতে পান স্থানীয়রা। তারাই খেতে দেয় ভবঘুরেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই মৃত্যু হয় তার।