অলোক আচার্য, অশোকনগরঃ- ষষ্ঠ দফা ভোটের সকাল থেকেই অশোকনগর বিধানসভার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের দোগাছিয়া এলাকা যথেষ্ট উত্তপ্ত ছিল। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় জখম হয়েছিল পুলিশ কর্মীরা।
শুক্রবার সকাল থেকেই দোগাছিয়া এলাকায় পুনরায় আবার ভোট-পরবর্তী হিংসা শুরু হয়ে যায়। আই এস এফ এর অভিযোগ প্রশাসনের সহযোগিতায় নির্বিঘ্নে ভোট হয়েছে তাই তৃণমূল হেরে যাওয়ার ভয় পাচ্ছে তাই বোম নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল,পাঁচজন আইএসএফ কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন।
এই ঘটনায় অশোকনগর বিধানসভার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জী অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য সব্দালপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূল অস্বীকার করেছে । ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে । ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী।