সমরেশ রায়, কলকাতা :- ভোটের মুখে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এক সমীক্ষার রিপোর্ট সবার সামনে তুলে ধরলেন প্রেস মিটের মাধ্যমে। প্রেস মিটে উপস্থিত ছিলেন রাজ্য সংযোজক উজ্জয়িনী হালিম, সভাপতি চিত্ত মুখোপাধ্যায়, মলয় সেনগুপ্ত, প্রফেসর সত্যব্রত চৌধুরী, ডঃ বুদ্ধ দেব ঘোষ, কৌশিক সেন প্রমুখ। বেশ কিছু প্রেস মিটের মাধ্যমে বিভিন্ন দলের চাঞ্চল্যকর বিষয় উল্লেখ করেন। মোট ৬১ জন প্রার্থীর হলফনামা পেস করেছেন। এই ৬১ জন প্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থীর (২৫%) প্রার্থীর বিরুদ্ধে স্বঘোষিত ফৌজদারী মামলা রয়েছে। এর মধ্যে ১৪ জন (২৩%) বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে বলে জানান। এনারা সকলেই জামিন অযোগ্য অপরাধী। এবং যে সকল প্রার্থীর মোটা টাকার উপর বসে আছেন, তাহাদের কারোর প্যান কার্ড নাই, এমনকি আয়কর রিটার্ন সম্পর্কেও কোন তথ্য নেই। এবং যে ৬১ জন প্রার্থী রয়েছেন, তাহার মধ্যে ৩৩ জন প্রার্থীর বয়স ২৫-৫০ বছর। আর ৫০ এর বেশি বয়সের প্রার্থী ২৮ জন। আর শিক্ষা গত যোগ্যতা নিরক্ষর থেকে ৫ শ্রেণী, ৮ শ্রেণী , ১০ম শ্রেণী, ১২ শ্রেণী এবং কারীগর ও ৩ জন ডক্টরেট রয়েছেন। এমনই তথ্য উঠে এসেছে।