সানওয়ার হোসেন, গোসাবা :- শেষ দফা ভোটের কাজ শেষ করে ফেরার পথে মৃত্যু হল এক ভোট কর্মীর। ঘটনাটি ঘটে দঃ ২৪ পরগনায় গোসাবার রাঙাবেলিয়া নদীতে। ঘটনা সূত্রে, সপ্তম দফা তথা শেষ দফা ভোটে সুন্দরবন কুমিরমারী পুইনজলী হাই স্কুলে ১০৮ নং বুথে কর্মরত ছিলেন বেহালা তারাতলার বাসিন্দা ভোলানাথ হাজরা(৫৫)। এরপর ভোট শেষে রাত্রে লঞ্চে করে ফেরার পথে, লঞ্চ থেকে নদীর জলে পড়ে যায়। এরপর বহু খোঁজা খুজির পর নদী থেকে ভোলানাথকে উদ্ধার করে তাঁর সহ কর্মীরা। তাঁরপর দেহটি গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় গোসাবা থানার পুলিশ। লঞ্চে অনেকেই ছিল তার মধ্যে ভোলানাথ বাবুর পড়ে যাওয়ার কারণ জানা যায়নি।