চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলা পৌর শহরের ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসা ৭ম শ্রেণীর ছাএী আয়শা আক্তার রিনা (১৩)নামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে জানা যায় যে আয়শা আক্তার রিনা নানা বাড়ি থেকে ঈদের ছুটি কাটিয়ে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে আসেন।শনিবার সকালে আয়শা আক্তার রিনা কে তার মা যথাসময়ে মাদ্রাসায় যাবার জন্য বেশ কয়েক বার বলেন।আয়শা আক্তার রিনা তার মায়ের কথা না শুনে থালা বাসন ধোয়ার জন্য পকুরে নিয়ে যায়। তার মা বাসা থেকে বের হবার পরে আয়শা আক্তার রিনা সকাল (৯:৩০)মিনিট এর সময় মায়ের সাথে অভিমান করে ঘড়ের আড়ার সাথে ওরনা টানিয়ে গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে। মা ঘড়ে এসে মেয়েকে ঝুলতে দেখে লোকজন ডাক দিয়ে ভান্ডারিয়া উপজেলা পৌর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া উপজেলা থানার ওসি সৈয়দ এস এম মাসুদুর রহমান জানান যে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে এর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।