নিজস্ব প্রতিনিধি :-বুধবার ভাটপাড়া পুরসভার প্রেমচাঁদ শতবর্ষ ভবনে আয়োজিত হল তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী তাপস ঘোষ তৃণমূলের মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, প্রায় কয়েক কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছেনা ভাটপাড়া পুরসভার । ২১ জন কাউন্সিলার ইতিমধ্যেই যোগাযোগ করেছে। তাদের নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে। আগামী নভেম্বর মাসে ভাটপাড়া পুরসভায় তৃণমূলের কাউন্সিলাররা অনাস্থা আনতে চলেছে। আগামী সপ্তাহে গারুলিয়া পুরসভার বোর্ড গঠন হবে।