কেডিএস :- উত্তর ২৪ পরগণার ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। আজ সিউড়ির জনসভা থেকে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভাটপাড়া থেকে দলের প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, ইসলামপুর থেকে আবদুল করিম চৌধুরি, হবিবপুর থেকে অমল কিস্কু আর দার্জিলিংয়ে মোর্চা প্রার্থী বিনয় তামাংকে সমর্থন করবে তৃণমূল। প্রসঙ্গত, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করে অর্জুন সিং লোকসভা ভোটের প্রার্থী হওয়ায় ভাটপাড়া বিধায়কপদ থেকে ইস্তফা দেওয়াতেই ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে লোকসভা ভোটের মধ্যে আগামী ১৯ মে। অর্জুন দলত্যাগের পর ঘাসফুল সাথের অনেকটাই দূরত্ব বেড়ে যায়। সেই জায়গায় টেক্কা দিতে বিধানসভা ভোটে পোড়খাওয়া রাজনীতিবিদ মদন মিত্রকে প্রার্থী করল তৃণমূল। প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে জয়ী হন মদনবাবু। রাজ্যের পরিবহণ এবং ক্রীড়া মন্ত্রী হন। ওই একই কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা ভোটে সিপিএমের কাছে পরাজিত হন। তবুও রাজনীতির ময়দান ছেড়ে দেননি মদন বাবু। এদিকে শোনা যাচ্ছে ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দাঁড়াতে পারে অর্জুন সিং -এর পুত্র পবন সিং।