সংবাদদাতা, ভাটপাড়া :- ভাটপাড়াকে শান্তি ফেরাতে পুলিশের উদ্যোগে অনূর্ধ্ব ১২ বয়সের স্কুলের ছেলেদের নিয়ে ফুটবল প্রীতি টুর্নামেন্টের আয়োজন করেছিল ব্যারাকপুর কমিশনারেট। সেই ফুটবল খেলার ভিডিও ফুটেজ পাঠানো হয় জার্মানিতে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় এদের মধ্যে দুজন ভালো খেলোয়াড়কে বেছে নেওয়া হবে। সেই অনুযায়ী আজ ভাটপাড়ায় কাঁকিনাড়া জুট মিল মাঠে দুই কিশোরকে বাছাই করা হয়। একজনের নাম বিপ্র সরকার, অপরজন অনিকেত মাহাতো। এই দুজনকে ১০ দিনের জন্য বিশেষ প্রশিক্ষণ পাওয়ার জন্য জার্মানিতে পাঠানো হচ্ছে। অনিকেত ক্লাস সিক্সের ছাত্র আর বিপ্র ক্লাস ফোর ছাত্র। এই খবরে খুশি অনিকেত ও বিপ্র. মার্কাস weidner জার্মান প্রতিনিধি এদের খেলা দেখে খুশি।