নিজস্ব সংবাদদাতা, হাবড়া :- বড়সড় অপরাধ করার আগেই আগ্নেয়াস্ত্রসহ তিন দুষ্কৃতী গ্রেফতার। উত্তর ২৪ পরগনা হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া বানীপুর থেকে শুক্রবার রাতে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও রাউন্ড গুলি এছাড়া একটি স্করপিও গাড়ি।
ধৃতদের নাম অজয় দাস (২৪), প্রবীর মন্ডল (৩৮) ও ঝন্টু দাস (৪৫)। অজয় ও প্রবীর এর বাড়ি অশোকনগর রামকৃষ্ণ পল্লী। ঝন্টু দাসের বাড়ি হাবড়া ডহরথুবা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বানিপুরে পুরসভার ভ্যাটের সামনে থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতরা ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। ধৃত অজয় দাস ও প্রবীর মন্ডল এর আগেও অশোক নগর থানায় ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। ধৃতদের শনিবার বারাসাত আদালতে পাঠানো হয়।