সনাতন গরাই, দুর্গাপুর :- ব্যাংক এমপ্লয়েস কো-অর্ডিন্যাশন কমিটির উদ্যোগে সিটি সেন্টারে এলাহাবাদ ব্যাংকে প্রবল উৎসাহ ও উদ্দীপনা সহকারে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ১জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেছেন। প্রথম বার রক্তদান করলেন ৬জন। সবচেয়ে প্রবীণ ব্যাংক কর্মী অচিন্ত ব্যানার্জি (৬০ বছর) রক্তদান করেছেন। বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা বিনয় চক্রবর্তী, সরকারী কর্মচারী আন্দোলনের নেতৃত্ব পৃথ্বী শান্তি মজুমদার, নাট্যকার সমীর ব্যানার্জি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক অরুণ রায়, অনুভব (চক্ষুদান ও দেহদান সংগঠন) এর সন্তোষ পাল উপস্থিত ছিলেন।
দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক মেডিকেল টীম রক্ত সংগ্রহ করেছেন।
দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক কবি ঘোষ ও ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব সুরজিত চৌধুরী সকল রক্তদাতা ও শিবির সফল করার জন্যে উদ্যোগীপ্রতিটি ব্যক্তিত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।