সুমন পাএ, ঝাড়গ্রামঃ- করোনা দ্বিতীয় পর্যায়ে নতুন করে শক্তি বাড়িয়েছে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। যার ফলে চিন্তার ভাঁজ কপালে পরেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালে। তাই করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার বেলিয়াবেড়া থানার রান্টুয়া বাজারে ব্যবসায়ী সমিতি সদস্যদের ও এলাকার বেশ কয়েকজনকে নিয়ে আয়োজিত হয় একটি সচেতনতা শিবির। বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে এই শিবির হয়।
শিবিরে সাধারণ মানুষ কে সচেতন করার পাশাপাশি, সবাইকে মাস্ক পরারও আবেদন করেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালুদি।